আমেরিকালিড নিউজ

ট্রাম্পকে নিয়ে খেলার চিন্তা থাকলে কিম ভুল করবে: পেন্স

এবিএনএ : আন্তর্জাতিক মহলে উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী মাসে বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাঙ্খিত এই বৈঠকের আগেই উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। ১২ জুনের সেই বৈঠকে বসে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে না খেলতে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

এ ব্যাপারে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্স বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খেলতে পারবেন, এমনটি চিন্তা করে থাকলে কিম জং উনের জন্য খুবই বড় ভুল হবে।’ এছাড়া, ডোনাল্ড ট্রাম্প বৈঠক থেকে সরে আসতে পারেন- এমন আশঙ্কার কথাও জানান পেন্স। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মন্তব্যের পর উত্তর কোরিয়া ট্রাম্পের সাথে নির্ধারিত বৈঠক বাতিলের হুমকি দিয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণে ‘লিবিয়া মডেল’ অনুসরণ করতে পারে বোল্টনের এমন প্রস্তাবনায় ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়া বৈঠক বাতিলের ওই সতর্কবার্তা দেয়।

Share this content:

Back to top button