
এবিএনএ: ক্ষমতা থেকে অপসারণ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতা জো বাইডেন।
তিনি আশা করেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে অন্যায় করেছেন সেজন্য তাকে রিপাবলিকান দলের নেতারা বহিষ্কার করবেন। খবর সিএনএনের। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র এক অনুষ্ঠানে শুক্রবার রাতে জো বাইডেন একথা বলেন, আমি আশা করছি ডেমোক্রেটিক দলের নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে ইমপিচ করার ব্যাপারে প্রস্তাব পাস হবে।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিনিধি পরিষদে ইমপিচমেন্টের জন্য ভোটাভুটি হবে। প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব পাস হলে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সিনেটে সরকারি রিপাবলিকান দলের আধিপত্য রয়েছে। সেক্ষেত্রে সেখানে ইমপিচমেন্টের প্রস্তাব পাস হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এখনো পর্যন্ত রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করে যাচ্ছেন। এ অবস্থায় জো বাইডেন রিপাবলিকান দলের প্রতি ট্রাম্পকে বরখাস্ত করার আহ্বান জানালেন।
Share this content: