
এবিএনএ : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকার ট্যানারি স্থানান্তর নিয়ে আর কোনো খেলা খেলতে দেবে না। গুটি কয়েক মানুষের জন্য কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হতে দেয়া যাবে না।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলা-২০১৬ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি ট্যানারি মালিকদের রাজধানীর হাজারীবাগ থেকে সকল ট্যানারি অবিলম্বে সাভারে সরিয়ে নেয়ার তাগাদা দিয়েছেন।
আমির হোসেন আমু বলেন, বর্তমানে সাভারস্থ চামড়া শিল্প-নগরির কেন্দ্রিয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ৪০ থেকে ৬০টি কারখানা চালু করার মত অবস্থানে রয়েছে। যুগ যুগ ধরে যে সব ব্যবসায়ী মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে,তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যে কোনো মূল্যে হাজারিবাগ থেকে ট্যানারিগুলো সাভারে সরিয়ে নিতে হবে।
শিল্পমন্ত্রী এর আগে বিআইসিসি’তে চতুর্থ জাতীয় এসএমই মেলা-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় তিনি এলাকাভিত্তিক কাঁচামালের সহজলভ্যতা বিবেচনা করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে এগিয়ে আসতে উদ্যোক্তাদের প্রতি পরামর্শ দেন।
দেশের কোথায় কোন ধরনের এসএমই শিল্প স্থাপন লাভজনক হবে,সে বিষয়ে কার্যকর সমীক্ষা ও গবেষণা চালাতে তিনি এসএমই ফাউন্ডেশনের প্রতি নির্দেশনা দেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম।
Share this content: