
এবিএনএ : আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে সব ট্যানারি না সরালে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আজ রবিবার সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্পনগরীর ট্যানারি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী আরো বলেন, “৩০ ডিসেম্বরের মধ্যে হাজারীবাগ থেকে সব ট্যানারি সাভারে স্থানান্তর করতে হবে। আর তা না করা হলে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে ওই সব ট্যানারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেবে সরকার। তবে ট্যানারি স্থানান্তরের বিষয়ে ট্যানারি মালিকরা একমত হয়েছেন ।”
পরে মন্ত্রী চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন। এছাড়া সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
Share this content: