
এবিএনএ: যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন ৬০ বছর বয়সী এক ব্যক্তি।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় রবসটাউনের রেটামা ম্যানর নার্সিং সেন্টারের কাছের এক বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটান রিচার্ড স্ট্যারি নামে ওই ব্যক্তি। স্থানীয় পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, হত্যাকাণ্ডের জন্য দায়ী রিচার্ডকে ওই নার্সিং হোমের একটি কক্ষে বাবা আর্নেস্ট স্ট্যারি (৮৫) ও সৎ মা থেলমা মোন্টালভোর লাশের পাশে মৃত অবস্থায় পাওয়া গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, রিচার্ডের বাবা আর্নেস্ট ওই নার্সিং হোমেই থাকতেন। ঘটনার দিন সেখানে তাকে দেখতে গিয়েছিলেন স্ত্রী থেলমা। নার্সিং হোমের কাছেই ওই দম্পতির বাড়ি। সেখান থেকে পালিত ছেলে (১৩) ও রিচার্ডের সৎ মা থেলমার ছেলের (৪১) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। রিচার্ড ওই বাড়িতে দুজনকে হত্যার পরই নার্সিং হোমে গিয়েছিলেন বলে ধারণা করছে পুলিশ।রবসটাউনের স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেনান্ট এনরিক পারেদেস জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ওই নার্সিং হোমে যায় এবং একটি কক্ষে ওই তিনজনের গুলিবিদ্ধ লাশ পায়। এর মধ্যে রিচার্ডের হাতের কাছে একটি পিস্তল পাওয়া গেছে।লেফটেনান্ট এনরিক পারেদেস বলেন,‘সব কিছু দেখে প্রাথমিকভাবে আমাদের ধারণা হয়েছে,অন্যদের হত্যার পর নিজে আত্মহত্যা করেন।’
Share this content: