আমেরিকালিড নিউজ

টেক্সাসে চার্চে হামলা: নিহত ২, গুরুতর আহত ১

এবিএনএ : যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফোর্ট ওর্থের উপকণ্ঠে হোয়াইট সেটেলমেন্টের ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টে রবিবার প্রার্থনা চলাকালে স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এক বন্দুকধারী গুলি করে। এ ঘটনায় দুইজন নিহত হয়। এ ছাড়াও গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় নিউ ইয়র্ক টাইমস।

ভিডিওতে চার্চের আরও অনেক সদস্যকে বন্দুকধারীর দিকে পাল্টা বন্দুক তাক করতে দেখা গেলেও, তাদের কেউ গুলি ছুড়েছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। বন্দুকধারীর গুলিতে আহত দুই ব্যক্তি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে, কী কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত করা যাবে বলে জানায় পুলিশ।

Share this content:

Related Articles

Back to top button