
এবিএনএ : কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ৯ কোটি টাকা মূল্যমানের ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে নাফনদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকীর নেতৃত্বে টেকনাফ সদর বিওপির জওয়ানরা নাফনদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবার চালানটি উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় পাচারকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে অন্ধকারে নাফনদীর কেওড়া বন দিয়ে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হবে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তা।
Share this content: