টুইটারে সাধারণ মানুষের কাতারে ওবামা

এবিএনএ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে সাধারণ মানুষের কাতারে চলে গেছেন বারাক ওবামা। সেই সঙ্গে বদলে গেছে তার টুইটার অ্যাকাউন্টও। টুইটারে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত পোটাস (@POTUS) অ্যাকাউন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওবামা। পোটাস অ্যাকাউন্টটি এখন ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প।
বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা পোটাস অ্যাকাউন্ট থেকে শেষ টুইট পোস্টটি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে রিটুইট করেছেন।
আলোচিত টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘সবাই কেমন আছেন! এটি এখনও আছে? মিশেল ও আমি খুব শিগগিরই ছুটিতে যাচ্ছি, আর ছুটির পরে আমরা আমাদের কাজে ফিরে যাব।’
এরপর আরেকটি টুইটে ওবামা বলেন, ‘এই সময়ের মধ্যে আমি আপনাদের সামনের পরিকল্পনাগুলো শুনতে চাই। ওবামা ফাউন্ডেশনের ওয়েবসাইট-এ আমার সঙ্গে আপনাদের মতামত শেয়ার করুন।’
অন্যদিকে, সদ্য বিদায়ী ফার্স্টলেডি মিশেল ওবামাও তার এফলোটাস (@FLOTUS) অ্যাকাউন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ওই অ্যাকাউন্টে এখন শোভা পাচ্ছেন নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
দীর্ঘদিনের পুরনো ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইট বার্তায় মিশেল বলেন, ‘অসাধারণ আট বছর কাটানোর পর একটু বিরতি নিচ্ছি। তবে ফিরে আসছি আপনারদের মাঝে, সে সব কাজ করতে, যেসব কাজের কথা সব সময়ই বলে এসেছি।’
তবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পোটাস আকাউন্টের পরিবর্তে তিনি তার ব্যক্তিগত রিয়েলডোনাল্ডট্রাম্প অ্যাকাউন্টেই বেশি সক্রিয় থাকবেন। সবার সঙ্গে ওই অ্যাকাউন্টেই তিনি যোগাযোগ রাখবেন।
Share this content: