আমেরিকালিড নিউজ

টুইটারের ইতিহাসে সর্বোচ্চ ‘লাইক’ ওবামার

এবিএনএ : একটি ছবি, ছবিতে একটি জানালা দিয়ে কয়েকটি শিশুকে দেখছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর ক্যাপশনে লেখা নেলসন ম্যান্ডেলার উক্তি, ‘কোন শিশুই অন্য কারো বর্ণ, ধর্ম কিংবা অতীতকে ঘিরে ঘৃণা নিয়ে জন্মায় না’।
ভার্জিনিয়ার শার্লোটসভিলে হামলার পর গত ১৩ আগস্ট বারাক ওবামা ভিন্ন গাত্রবর্ণের তিনটি শিশুর সঙ্গে তার একটি ছবি টুইটারে পোস্ট করেন। আর ওই টুইটে এখন পর্যন্ত লাইক ৩০ লাখ ছাড়িয়ে গেছে; যা মাইক্রোব্লগিং সাইট টুইটারের ইতিহাসে সর্বোচ্চ।
টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাইলফলকটি অর্জিত হয় বুধবার। এর আগে সর্বোচ্চ লাইক পাওয়া টুইটটি পোস্ট করেছিলেন আরিয়ানা গ্রান্ডে, বিষয় ছিল ম্যাঞ্চেস্টারের সন্ত্রাসী হামলা।টুইটারের ইতিহাসে সর্বোচ্চ 'লাইক' ওবামার
বারাক ওবামার সর্বোচ্চ লাইক পাওয়া টুইটটি মূলত একটি ধারাবাহিক টুইটের প্রথমটি। এরপর একই বিষয়ে আরো দুটি টুইট করেছেন ওবামা। তিনটি টুইটই নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী ‘লং ওয়াক টু ফ্রিডম’ এর একটি অনুচ্ছেদ থেকে নেয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারের একজন নিয়মিত ব্যবহারকারী। পাশাপাশি টুইটারকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহারেও এগিয়ে তিনি। কিন্তু দেখা যাচ্ছে, টুইটের সংখ্যার বিচারে না হলেও জনপ্রিয়তার বিচারে টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিযে আছেন বারাক ওবামা।
বারাক ওবামাকে টুইটারে অনুসরণ করেন ৯ কোটি ৩৩ লাখ মানুষ। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের অনুসারী ৩ কোটি ৬০ লাখ। তবে, বারাক ওবামার থেকে দ্বিগুণেরও বেশি টুইট করেছেন ট্রাম্প।

Share this content:

Back to top button