আমেরিকা

টাম্পের জয় নিয়ে মুখ খুললেন মিশেল ওবামা

এবিএনএ : চলতি বছরের সবচেয়ে আলোচিত ঘটনার একটি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। শুধু আমেরিকাই নয়, সারা বিশ্ববাসী ‘নতুন মার্কিন প্রেসিডেন্ট কে হচ্ছেন’ তা নিয়ে উদগ্রীব ছিল।

সবার চোখ ছিল টেলিভিশনের পর্দায়। এক একটা করে রাজ্যের ফল ঘোষণা হচ্ছিল, আর সবার মধ্যে বাড়ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। কিন্তু বিদায়ী ফার্স্ট লেডি মিশেল ওবামা জানিয়েছেন, তিনি ওই দলভুক্ত নন। নির্বাচনের ফল দেখার জন্য টিভির সামনে বসে রাত জাগেননি। ঘুমিয়ে পড়েছিলেন।

জনপ্রিয় পিপল সাময়িকীকে সম্প্রতি একটি যৌথ সাক্ষাৎকার দেন বারাক ও মিশেল ওবামা। হোয়াইট হাউজে টানা আট বছর থাকার অভিজ্ঞতা শেয়ার করেন। আর সেখানেই মিশেলকে জিজ্ঞেস করা হয়, আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে।

মিশেল বলেন, আমি ঘুমাতে গিয়েছিলাম। আমি রাজনীতি সম্পর্কিত কিছু দেখতে চাই না। কখনো দেখতে চাইনি। আমি বারাকের সঙ্গেও খুব কমই রাজনীতি নিয়ে আলোচনা করি।

এখন মিশেল অনেক কিছুই বলতে পারেন। কিন্তু নির্বাচনী প্রচারণায় টাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের হয়ে জোর প্রচারণা চালিয়েছিলেন তিনি। ট্রাম্প জিতে গেলে আমেরিকা এবং বিশ্ব কী বিপদে পড়বে সেটাও যুক্তিসহ উপস্থাপন করতে দেখা গেছে তাকে।

– See more at: http://www.bd-pratidin.com/international-news/2016/12/08/190948#sthash.5kn8QFJg.dpuf

Share this content:

Related Articles

Back to top button