এবিএনএ : ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের দুই চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতদের একজন সিরাজগঞ্জ জেলার রাণীগ্রামের আবু বকরের ছেলে শহীদুল (৩৭), অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা নামক এলাকায় ঢাকাগামী এবং উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে দুই ট্রাকের চালক নিহত হন।
Share this content: