জাতীয়বাংলাদেশলিড নিউজ

টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

এ বি এন এ : টাঙ্গাইলের মির্জাপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবু সাঈদ ওরফে নুরু মাস্টারকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই শিক্ষক বেলতৈল গ্রামের রহম আলী সরকারের ছেলে।

 

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন। মঙ্গলবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বেলতৈল গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন নুরু। ওই বৃদ্ধের স্ত্রী রাতে পাশেই তার ভাতিজা মো. শাজাহান মিয়ার বাড়িতে ছিলেন। আজ বুধবার সকালে নুরুর স্ত্রী বাড়ি এসে টিনের ঘরের বেড়া কাটা দেখতে পান। তিনি ঘরের ভেতর গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে।

 

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পারিবারিক সূত্র জানান,  দুই ছেলে ও স্ত্রী বাড়িতে না থাকায় মঙ্গলবার রাতে নুরু মাস্টার বাড়িতে একাই ছিলেন। দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সকালে নিহতের স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ এবং টিনের বেড়া কাটা দেখতে পায়। পরে ঘরে ভেতরে প্রবেশ করে স্বামী নুরু মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

 

নিহত নুরু মাস্টারের ভাতিজা শাজাহান মিয়া জানান, তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে ১৫ বছর আগে দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে তিনি জানান। তিনি এই হত্যার দৃষ্টান্তমূলক  বিচার দাবি করেন। মির্জাপুর থানার ওসি (তদন্ত) তুহিন খান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে খুনিদের আইনের আওতায় আনা হবে।

Share this content:

Related Articles

Back to top button