টাকার অভাবে কারাগারে কোটিপতির স্ত্রী!

এবিএনএ : এক সময় কোটিপতির স্ত্রী ছিলেন মনোরঞ্জনা সিং। তার সাবেক স্বামী মাতঙ্গ সিংহ কংগ্রেস যুগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। আর এখন শীর্ষ আদালত জামিন মঞ্জুর করলেও শুধুমাত্র টাকার অভাবে কারাগারে থাকতে হচ্ছে সারদা কাণ্ডে আটক মনোরঞ্জনাকে!
গত ৬ ফেব্রুয়ারি তার জামিন মঞ্জুর হয়। জামিনের শর্ত হলো ২ জন জামিনদারের মাধ্যমে ২ কোটি টাকার বন্ড দিতে হবে। এক মাসের বেশি পেরিয়ে গেছে, ১ কোটি টাকাও জোগাড় করতে পারেননি মনোরঞ্জনা। তার আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, টাকার জন্য মনোরঞ্জনা বাবা-মায়ের দ্বারস্থ হয়েছেন। মনোর়়ঞ্জনার বাবা কেদারনাথ গুপ্ত জানান, তাদের দিল্লির বসতবাড়ি ও কিছু সম্পত্তি আদালতের কাছে বন্ধক রেখে মনোরঞ্জনাকে টাকা পাঠাবেন।
২০১৫ সালের অক্টোবরে সারদা কাণ্ডে মনোরঞ্জনাকে গ্রেপ্তার করে সিবিআই। দু’দিন সিবিআইয়ের হেফাজতে থাকার পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন। একের পর এক বেসরকারি হাসপাতাল বদল করে এখন তিনি সোনারপুরের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। জামিনের শর্ত পূরণ করতে না পারায়, সেখান থেকে বেরোতে পারছেন না। বন্দিদশাই কাটাচ্ছেন। এক জন পুলিশ তার পাহারায় থাকছেন। গত ১৭ মাস ধরে বিভিন্ন বেসরকারি হাসপাতালে মনোরঞ্জনা প্রায় ২৫ লাখ টাকার বিল মিটিয়েছেন বলে দাবি সিবিআইয়ের।
আইনজীবী বিপ্লব জানান, ওই টাকা তার ব্যবসায়ী ভাই মনীশ সিং দিয়েছেন। কিন্তু, এ বার জামিনের ২ কোটি টাকা জোগা়ড় করতে সমস্যা হচ্ছে। এই অবস্থায় মনোরঞ্জনার ভরসা এখন তার বাবা কেদারনাথ। তিনি বলেন, এখন সম্পত্তি বন্ধক রেখে টাকা পাঠাব। পরে মনোরঞ্জনা সম্পত্তি ও ব্যাঙ্কের নগদ টাকা ফেরত পেলে, আমাদের সম্পত্তি ফেরত নিয়ে নেওয়া হবে। এ বিষয়ে আইনজীবী বিপ্লব বলেন, কেদারনাথের সম্পত্তির মূল্যায়ন করা হচ্ছে। সপ্তাহ খানেক পরই আদালতে নথি পেশ করা হবে।
Share this content: