খেলাধুলালিড নিউজ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এবিএনএ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো টস হারল টাইগাররা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ১০ ওভারে বিনা ইউকেটে ৭০ রান।
রোববার ইস্ট লন্ডনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। টেস্ট সিরিজেও ২-০তে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।
পুরো সিরিজেই ইনজুরিতে জর্জরিত বাংলাদেশের ক্রিকেটাররা। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই শেষ হয়ে গেছে ওপেনার তামিম ইকবাল ও পেসার মোস্তাফিজুর রহমানের। তামিম ইকবালের পরিবর্তে একাদশে ফিরেছেন সৌম্য সরকার। অন্যদিকে নাসিরের পরিবর্তে ফিরিছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

Share this content:

Back to top button