
এবিএনএ : কেনিংটন ওভালের পরিক্ষিত উইকেটে খেলবে সর্বশেষ দুই বিশ্বকাপ জয়ী ভারত এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এখানে খেলেছে। উইকেট তাই পুরনো হয়ে গেছে। স্পিন এখানে বড় ভূমিকা রাখতে পারে। টস জয়ী দল ভারত তাই শুরুকে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখানে আড়াইশ’র কাছাকাছি রান করেই তাদের কাঁপিয়ে দেয়। ওভালে রোববারের উইকেটেও বেশি রান হবে না। প্রথমে ব্যাট করা দল ২৮০ রান করলেই তা আটকানো সম্ভব বলে মনে করা হচ্ছে।
উইকেট দেখে অস্ট্রেলিয়ার পেসার মিলেশ স্টার্ক বলেন, পাতলা ঘাসে টেনিস বল বাউন্স পাওয়া যেতে পারে। বড় রান হবে না এমনটা মনে করছি না। তবে মাঠের দুই স্কয়ারের আয়তন ৬০ মিটারের মতো, সেট হয়ে যাওয়া দল তাই চার-ছক্কা দেখাতেই পারে।
ভারত একাদশ: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, এমএস ধোনী, কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স কেরি, নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
Share this content: