খেলাধুলালিড নিউজ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এবিএনএ : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আজ (শুক্রবার) শ্রীলঙ্কার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়। সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও বিটিভি।

জাগো নিউজের পাঠকরা আগেই জেনে গিয়েছিলেন সানজামুলের পরিবর্তে একাদশে জায়গা পাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কা বিপক্ষে টস ব্যাট করতে নামা বাংলাদেশ দলে এই একটিই পরিবর্তন এসেছে।

এদিকে শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক ম্যাথিউজের পরিবর্তে আজ দলকে নেতৃত্ব দিচ্ছেন দীনেশ চান্ডিমাল। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন ম্যাথিউজ। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নিশোন ডিকভেলা।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা একাদশ 
উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ/ডিকভেলা, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button