
এবিএনএ : টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ টসটি জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ বৃহস্পতিবার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছেন তিনি।
বাংলাদেশ দলে পরিবর্তন দুটি। একাদশের বাইরে রাখা হয়েছে তাসকিন আহমেদকে। অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের। অন্যদিকে কোমরের ব্যথার কারণে নেই তামিম ইকবাল। একাদশে ফিরেছেন ইমরুল কায়েস।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।
Share this content: