খেলাধুলালিড নিউজ

টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

এবিএনএ : বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এর আগে প্রথম সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ১৪ জুলাই অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী লড়াই।

লিগ পর্বে ৯ ম্যাচ খেলে ৭টিতে জয় পায় অস্ট্রেলিয়া। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হারে অজিরা। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে থেকে তারা সেমিফাইনালে ওঠে। লিগ পর্বের ম্যাচে ইংল্যান্ডকে ৬৪ রানে হারিয়েছিল অ্যারোন ফিঞ্চের দল। অন্যদিকে, ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থেকে সেমিফাইনালে ওঠে ইয়ন মরগ্যানের দল।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, আলেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জ্যাসন বেহরেনডর্ফ।

ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওয়েকস, লিয়াম প্লানকেট, আদিল রশীদ, জফরা আর্চার, মার্ক উড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button