খেলাধুলালিড নিউজ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এবিএনএ : হাতছানি দিয়ে ডাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সেমিফাইনালের লড়াইয়ে টসভাগ্যে হেরে গেছে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচটি বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস।
বাংলাদেশ দল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। চার স্পেশালিস্ট পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। পরিবর্তন আসেনি ভারতের একাদশেও।
২০১৫ বিশ্বকাপের পর শীর্ষ আট দলের বিপক্ষে ভারতের চেয়ে বাংলাদেশের পারফরম্যান্স ভালো। এই সময়ে দুই দলই ১১টি করে ম্যাচে জয় পেয়েছে। তবে বাংলাদেশে ১০ হারের বিপরীতে টিম ইন্ডিয়া হেরেছে ১৩টিতে।
বুধবার প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। বাংলাদেশ-ভারত ম্যাচে জয় পাওয়া দল রোববার ফাইনালে মুখোমুখি হবে।
সেমিফাইনালের ম্যাচে মাঠে নেমেই মাইলফলক গড়েছেন যুবরাজ সিং। মাত্র পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলক গড়লেন এই স্টাইলিশ অলরাউন্ডার। যুবরাজের প্রথম অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ম্যাচ শুরুর আগে তাকে স্মরণিকা পরিয়ে দেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহদে, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান
ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।

Share this content:

Back to top button