এবিএনএ : হলিউডের ছবিতে অভিনয় করা আজীবনের স্বপ্ন থাকে বহু নায়িকার। আর তা যদি হয় টম ক্রুজের বিপরীতে, সে তো মেঘ না চাইতে বৃষ্টি। আর এমন সৌভাগ্য হলো হুমা কুরেশির। এ বার টম ক্রুজের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই বলিউড অভিনেত্রী।
হলি পাড়ার জোর গুঞ্জন, ‘দ্য মমি’র সিক্যুয়েলেই নাকি জুটি বেঁধেছেন টম এবং হুমা। যদিও এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর ‘দ্য মমি’র জন্য পরিচালকের প্রথম পছন্দ হুমা। আপাতত একটি হিন্দি ছবির শুটিংয়ে ব্যস্ত হুমা। আর কয়েক দিনের মধ্যেই স্ক্রিন টেস্টের জন্য তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। ইতিমধ্যে হলিউডে অভিনয়ের সুযোগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন।