
এ বি এন এ : আগামী ২ অক্টোবর থেকে নাগরিকদের মধ্যে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
আসাদুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ঢাকার দুই সিটি করপোরেশন ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু হবে।
তিনি বলেন, এই কার্ড চার ধাপে দেশজুড়ে বিতরণ করবে ইসি। প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটি করপোরেশন ও কুড়িগ্রাম। দ্বিতীয় পর্যায়ে গাজীপুর সিটি করপোরেশন, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা ও রংপুর। তৃতীয় পর্যায়ে দেশের ৬৪টি সদর উপজেলা এবং চতুর্থ পর্যায়ে বাকি সব উপজেলায় বিতরণ করা হবে।
তিনি জানান, এই স্মার্ট কার্ড বিতরণে মোট ৭৫টি দল কাজ করবে। প্রতিটি দলে ২০ জন অপারেটর থাকবে। এদের মধ্যে একজন করে থাকবে টেকনিক্যাল এক্সপার্ট। বিতরণ কেন্দ্র থাকবে ৫ হাজার ২৫০টি। দৈনিক একজন অপারেটর ১৫০টি করে কার্ড বিতরণ করবে। সেই হিসেবে প্রতিদিন প্রায় সোয়া ২ লাখ কার্ড বিতরণ করা সম্ভব হবে।
Share this content: