বিনোদনলিড নিউজ

ঝড় তুলেছেন নোরা ফাতেহি (ভিডিও)

এবিএনএ : রেমো ডিসুজা পরিচালিত সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। এতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। সিনেমাটিতে ‘গরমি’ শিরোনামে একটি পার্টি সং রয়েছে। গতকাল বুধবার বহুল প্রতীক্ষিত গানটি মুক্তি পেয়েছে। গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন নোরা। তার সঙ্গে পারফর্ম করেছেন বরুণ ধাওয়ান। এ গানের ভিডিওর একটা অংশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন নোরা। ক্যাপশনে লিখেছেন— ‘আজকের আবহাওয়ার পূর্বাভাস… খুব গরম… পুরো গান মুক্তি পেয়েছে।’

গানটির কথা ও সুর করেছেন বাদশা। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কর ও বাদশা। এর আগে চমকপ্রদ নাচের স্টেপ দিয়ে ভক্তদের মাঝে সাড়া ফেলেছে সিনেমাটির ট্রেইলার। বরুণ, শ্রদ্ধা, নোরা ও প্রভুদেবা সকলেই তাদের সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করেছেন। এতে আরো অভিনয় করেছেন— পুণিত পাঠক, রাঘব জুয়াল, অপরশক্তি খুরানা, শক্তি মোহন, সোনম বাজওয়া প্রমুখ।

‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমা প্রযোজনা করেছেন ভূষণ কুমার, দিব্য কোসলা কুমার, কৃষাণ কুমার, লিজেলে ডিসুজা। আগামী ২৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

দেখুন:

Share this content:

Back to top button