
এবিএনএ : পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখনো যারা ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছেন তাদের পুনর্বাসনের জন্যে চট্টগ্রামের মেয়রকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।আজ বৃহস্পতিবার চট্টগ্রামের মতিঝর্ণা ও বাটালি হিল পরিদর্শন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করছে। এতে লাখ লাখ মানুষের জীবন ঝুঁকিতে আছে। এসব অবৈধ বসতি উচ্ছেদ করতে গেলে কেউ যদি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে বাধা সৃষ্টি করে তাদের কঠোরভাবে দমন করা হবে।এর আগে সকাল ১০টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনের সঙ্গে কথা বলেন।এই সময় তার সঙ্গে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য আফসারুল আমীন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share this content: