
এবিএনএ : ঝিনাইদহে বিএনপির প্রতিনিধি সভায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। বুধবার সকালে ঝিনাইদহ শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে প্রতিনিধি সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা অধ্যাপক জয়নাল আবেদিন।
অনুষ্ঠান শুরু হলে দাওয়াত না পাওয়া জেলা বিএনপির নতুন কমিটিতে অন্তর্ভুক্ত শৈলকুপার ১৭ জন ভেতরে ঢোকার চেষ্টা করে। তাদের গেটে বাঁধা দেয়া হয়। তাদের সমর্থকরা কমিউনিটি সেন্টারের সামনে হট্টগোল শুরু করে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, একপর্যায়ে তারা ভিতরে ঢুকতে গেলে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর ঢুকতে না পারা নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারে হামলা চালায়। তাদের ইটপাটকেলে কমিউনিটি সেন্টারের জানালার কাচ ভেঙে ভেতরে ইট পড়তে থাকে। এ সময় ভিতরে ইট ও কাচের আঘাতে অন্তত আহত হয় ১৫ জন। ৯ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো সভা শুরু হয়।
Share this content: