জাতীয়বাংলাদেশলিড নিউজ

করোনায় নতুন শনাক্ত ৩২৪০, মৃত্যু ৩৭

এবিএনএ : গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৭ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনের। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৪২৫ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শনিবার এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৩৫ জন।

গতকাল শুক্রবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ২৪৩ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৫ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৫ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯টি নমুনা। দেশে ৫৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।’

Share this content:

Related Articles

Back to top button