বিনোদন

জ্যাজ আইকন জেনিফার লরেন্স

এবিএনএ : ‘জ্যাজ এজ আইকন’ খ্যাত জেল্ডা ফিট্জেরাল্ডের বায়োপিকে প্রধান ভূমিকায় অভিনয় করবেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। অভিনয়ের পাশাপাশি ছবিতে প্রযোজনার কথাও ভাবছেন বলে শোনা যাচ্ছে।

লেখক এফ স্কট ফিট্জেরাল্ডের স্ত্রী ছিলেন জেল্ডা। একই সঙ্গে স্বামীর অনুপ্রেরণা ও প্রতিযোগী ছিলেন তিনি। আইকন খ্যাত এ জ্যাজ গায়িকার বায়োপিকটি পরিচালনা করবেন রন হাওয়ার্ড। ‘জেল্ডা’ নামের এই ছবি নাকি একটাই প্রশ্নের উত্তর খুঁজবে। তা হলো, দু’জন সৃষ্টিশীল মানুষ কি একে অপরকে আদৌ ভালোবাসতে পারে?

১৯২০ শতকের জনপ্রিয় সঙ্গীত জ্যাজ এজের প্রয়াত গায়িকা জেল্ডা ফিট্জেরাল্ডের ভূমিকায় অভিনয় করবেন মার্কিন তারকা জেনিফার লরেন্স। ‘জেল্ডা’ ছবিটি পরিচালনা করবেন অস্কারজয়ী রন হাওয়ার্ড।

Share this content:

Related Articles

Back to top button