আমেরিকালিড নিউজ

জ্যাকসন হাইটসে ব্যতিক্রমী সাহরি

এবিএনএ : প্রতি বছরের মতো এবারও ভিন্ন ধরনের সাহরি পার্টি আয়োজন করেছিলেন জ্যাকসন হাইটস এলাকাবাসী। সাহরি পার্টিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ভোররাত পর্যন্ত জ্যাকসন হাইটস এলাকা এক মিলনমেলায় পরিণত হয়। পার্টিতে শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এই সাহরির পাটি আয়োজন করা হয়। ইমাম কাজী কাইয়ুম শুরুতে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। সাহরিতে খাবারের মধ্যে ছিল রুই মাছ, মুরগির মাংস, গরুর মাংস, ভাজি, ডাল ও আলু ভর্তা, আম, কলা, দুধ ইত্যাদি। নিউইয়র্ক জ্যাকসন হাইটস এলাকাবাসীর এই বিশাল আয়োজন করেন।

সাহরিতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরাএই সাহরির আয়োজকদের মধ্যে ছিলেন মীর নিজামুল হক, সাকিল মিয়া, আলমগীর খান আলম ও প্রমুখ। এখানে উপস্থিত ছিলেন রিজিয়া পারভীন, হারুন ভূঁইয়া, কামরুল ইসলাম, জয়নাল আবেদিন, দিদারুল ইসলাম দিদার, আসাদ, বব দাস, শাহ মাহবুব, তানভীর শাহীন, নিজাম চৌধুরী, মানিক বাবু, হোসেন সোহেল রানা, সাজ্জাদ হোসেন, লুৎফুর রহমান বাবু, ফরিদ আলম, জাকির হোসেন, মাহফুজুর রহমান, এনাম আহমেদ ফরিদ, তৈয়ব টনি, মানিক বাবু, সেলিম, শ্যামল, মামুন, রাশেদ আহমেদ, মানিক, রিমন আহমেদ, আজাদ, আমানত, দেওয়ান মুনির, ভুলু, রাজু আহমেদ, শাহাদত হোসেন মর্তুজা, সাকী, সাখাওয়াত রুচি, রবিন, দেওয়ান মুনির, সাখোয়াত বিশ্বাস, শিপলু, আজিজুল হক খোকন, দুলাল, শফি হোসেন, রাজু, আজাদ আহমেদ, সুমুন, আলম, মানিক, নান্নু মিয়া, ডিজে সায়েম, ফারুক আহমেদ, এম রহমান, দিপু, মো. বাবু, কাজি মানিক, মাহাবুবুর রহমান, অনিক, মশিউর, জনি, মুরাদ, সিও, মাহী শিবলী, সুমন, কবির, মালেক, মিলন ও প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button