এ বি এন এ : অপহরণ করে খালি চেকে স্বাক্ষর করানোর অভিযোগে রাজধানীর যাত্রবাড়ীর উপপরিদর্শক (এসআই) নূর আলম ও শাহিদা নামের এক নারীসহ দুজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে যাত্রাবাড়ী থানাধীন ধলপুরের বাসিন্দা আবদুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন।
বাদী ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে জবানবন্দি দিলে বিচারক অভিযোগের সত্যতা যাচাই করে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এজাহার থেকে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাত একটায় থানায় অভিযোগ আছে বলে বাদী আবদুর রশিদকে বাড়ি থেকে নিয়ে যান এসআই নূর আলম। পরে বাদীকে চোখ বেঁধে গাড়িতে উঠিয়ে বলে মিন্টু রোডে নিয়ে যাওয়া হবে। কিন্তু বাদীকে মিন্টু রোডে নিয়ে যাননি এসআই। রাতে তাঁকে অজ্ঞাত স্থানে ব্যাংকের দুটি খালি চেকে স্বাক্ষর নেন এসআই নূর আলম এবং পরের দিন ছেড়ে দেন। বাদীপক্ষে মামলা করেন আইনজীবী শাহাদাত হোসেন আদিল।