
এবিএনএ: দৃশ্যমান উন্নয়নের দাবি জানিয়ে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) সংবাদ সম্মেলন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
তবে সংবাদ সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নয়, তিনি বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ২০০৬ সালের পর থেকে বগুড়ায় দৃশ্যমান অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি পেশ করা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টির ব্যাখ্যা দিয়ে এমপি জিএম সিরাজ বলেন, ‘বগুড়ার উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধি হিসেবে তিনি সব দলের নেতাদেরই সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে অন্য কোনো দলের নেতা না এলেও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত হয়েছেন। ’ বগুড়ার স্বার্থে এটি ইতিবাচক বলে তিনি উল্লেখ করেন।
জিএম সিরাজ আরও বলেন, ‘১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে এরুলিয়ায় ১১০ একর জমিতে বিমানবন্দর নির্মাণ কাজ হয়। সেখানে অবকাঠামো নির্মাণ করা হলেও বিমানবন্দর চালু করা যায়নি। একই সময় পরিকল্পনা কমিশনের অনুমোদনে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সংযোগসড়ক নির্মাণ কাজ শুরু হলেও আজ পর্যন্ত সেই কাজ শেষ হয়নি। ’
করতোয়া নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্যাপারে জিএম সিরাজ বলেন, ‘শহরের মধ্য দিয়ে প্রবাহিত এই নদী দখল এবং দূষণের শিকার, নদী তীরের প্রায় সাড়ে পাঁচ একর জমি দখল হয়েছে। ৩১ জন দখলদার চিহ্নিত করা হলেও জেলা প্রশাসন তাদের উচ্ছেদ করতে পারেনি। দিন দিন দখলদার বাড়ছে। ’ সংবাদ সম্মেলনে ডা. মকবুল হোসেন বলেন, ‘সারা দেশের মতো বগুড়াতেও সরকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। তার পরও বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আরও কিছু দাবি রয়েছে। আগামীতে নিশ্চয় এসব উন্নয়ন প্রকল্পের কাজও শুরু হবে।’
Share this content: