
এবিএনএ : সুইজারল্যান্ডে ১০৭তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) সাধারণ সভায় যোগ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত এই সম্মেলনে আইনমন্ত্রী ৪০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ২৮ মে থেকে শুরু হওয়া সম্মেলন ৯ জুন শেষ হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের প্রতিনিধি দলে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. রুহুল আমীন, মো. রেজাউল হক চৌধুরী, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম সচিব আফরোজা খানসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন। প্রতিনিধি দলে ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিও রয়েছেন।
জানা গেছে, এবারের আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের জন্য সুখবর হলো বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে কোনোপ্রকার শুনানি হবে না।
২০১৬ সালে অনুষ্ঠিত ১০৫তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে শ্রম অধিকার নিয়ে বাংলাদেশের কড়া সমালোচনা করা হয়। একইসঙ্গে শ্রম অধিকার সুরক্ষার জন্য কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয় যা বিশেষ অনুচ্ছেদ নামে পরিচিত। এর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেনেভায় অনুষ্ঠিত ১০৬তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে পাঠান। সম্মেলনে বাংলাদেশের পক্ষে আইনমন্ত্রী আন্তর্জাতিক শ্রম সংস্থার ওইসব শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহারের বিষয়ে জোর প্রচেষ্টা চালান। এক পর্যায়ে আইনমন্ত্রীর প্রচেষ্টায় এই বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেওয়া হয়।
১০৬তম সম্মেলনে আইনমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যথাসময়ে বাস্তবায়ন করায় এ বছর আন্তর্জাতিক শ্রম সংস্থার শুনানির তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে বিগত চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে কোনো প্রকার শুনানি হবে না। যেহেতু মঙ্গলবার আন্তর্জাতিক শ্রম সংস্থার কমিটি অন অ্যাপলিকেশন স্ট্যান্ডার্ডস একটি সভায় শুনানির তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে এবং এর আগে তা জানা যায়নি সেহেতু গত বছরের ধারাবাহিকতায় আইনমন্ত্রীকে দলনেতা করে এবারের শ্রম সম্মেলনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেজন্য তিনি জেনেভা গেছেন।
Share this content: