আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে এমপিদের ওপর গুলি, হামলাকারী নিহত

এবিএনএ : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার ওয়াশিংটন ডিসির কাছে অ্যালেক্সান্ড্রিয়ায় একটি পার্কে এ হামলার ঘটনা ঘটে। এসময় রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্যরা বেসবল খেলার অনুশীলন করছিলেন। আহতদের মধ্যে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান পার্টির হুইপ স্টিভ স্কেলিস রয়েছেন বলে তার এক সহকর্মী জানিয়েছেন। শহরের পুলিশ প্রধান মাইকেল ব্রাউন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছে বলে খবরে বলা হয়েছে।
নিরাপত্তাকর্মীদের ছোড়া পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাকারীর নাম জেমস টি হজকিনসন। তিনি ইলিনয়ের বাসিন্দা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Share this content:

Related Articles

Back to top button