খেলাধুলালিড নিউজ

জুভেন্টাসে অটোগ্রাফ শিকারিদের কবলে রোনালদো

এবিএনএ: রিয়াল মাদ্রিদে থাকাকালীন ক্লাবটির সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়দের একজন ছিলেন রোনালদো। নতুন ঠিকানা জুভেন্টাসে গিয়েও অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি। পুরো ফিটনেস নিয়েই মাঠে নামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। বুধবার জুভেন্টাসের হয়ে অনুশীলন করতে দেখা গেছে রোনালদোকে। তুরিনোর ক্লাবটিতে অনুশীলনের পর অটোগ্রাফ শিকারিদের কবলে পড়েছেন রোনালদো। নতুন ক্লাবে ভক্তদের আবদার মেটাতে কার্পণ্য করেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। গত মাসে ১০০ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান সিরি’আর অন্যতম সেরা ক্লাব জুভেন্টাসে যোগ দেন রোনালদো। তবে ১০০ মিলিয়ন পাউন্ডের বড় ট্রান্সফারকে চাপ হিসেবে দেখছেন না ৩৩ বছর বয়সি এ তারকা। নিজের স্বাভাবিক নিয়মেই নতুন ক্লাবে নতুন মৌসুম শুরুর জন্য প্রস্ততি নিচ্ছেন তিনি।

বুধবার বিকেলে অনুশীলনে নিজের আইকনিক পেশি প্রদর্শণ করেন রোনালদো। এ সময় জুভেন্টাসে খেলা আর্জেন্টাইন তুরুণ তারকা পাওলো দিবালার সঙ্গে মিলে অনুশীলন করতে দেখা গেছে তাকে। মৌসুম শুরুর আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ প্রতিযোগিতায় ইতমধ্যেই বায়ার্ন মিউনিখ ও বেনফিকার মতো দলের বিপক্ষে খেলেছে রোনালদোর জুভেন্টাস। আগামী ১৮ আগস্ট ভেরোনায় চিয়েভোর মুখোমুখি হবে জুভিরা। ধারণা করা হচ্ছে জুভেন্টাসের জার্সিতে ওই ম্যাচে মাঠে দেখা যেতে পারে সিআরসেভেনকে।

Share this content:

Related Articles

Back to top button