জীবন দিয়ে
সুজন দাশ
রাখলো যারা জীবন দিয়ে
মাতৃভূমির মান,
ওরা দেশের শ্রেষ্ঠ ছেলে
গাইছি তাঁদের গান!
তাড়াতে ঐ দুষ্ট পাজি,
ধরল যারা জীবন বাজি!
ঋণী সবাই তাঁদের কাছে
দেশটি তাঁদের দান।
মান বাঁচাতে দেশের যারা
যুদ্ধে দিল ঝাঁপ,
লড়াই করে হটায় পশু
বিদায় করে পাপ।
সাহস করে সমুখ রণে,
লড়াই করে মরণ পণে!
মুক্ত করে দেশকে তারা
শত্রু করে ছাপ।
মহান ওরা
ইতিহাসে সন্দেহ নেই লেশ,
ওদের কাছে সবাই ঋণী -ঋণী আমার দেশ।
অন্যায়ে দেয় পথের দিশা,
ঘুচায় তাঁরা অমানিশা!
জ্বালে প্রাণে অগ্নিশিখা বিপ্লবে দেয় রেশ।