বিনোদনলিড নিউজ

‘জীবনে সবকিছু পেতে লড়াই করতে হয়েছে’

এবিএনএ : ছোটো থেকে ছোটো। জীবনে যা কিছু প্রাপ্য সবকিছুর জন্যই কঠিন লড়াই করতে হয়েছে। সিমরনের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে একথা বলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এজন্য বিস্ময়ও প্রকাশ করেন তিনি। বলেন, আমি জানি না কেন এমন হয়। এটাই হয়ত আমার ভাগ্য। তাই মেনে নিয়েছি।

এও বলেন, অনেকে তাঁকে নিয়ে অনেক কথা বলতে পারে। বিদ্রোহী, লড়াকু তকমা জুটতে পারে। তাতে তাঁর কিছু এসে যায় না। কিছু মনে করেন না। জানান কনফারেন্সের জন্য মুম্বাই আসার সময় তাঁর যাত্রাটা একটু অন্যরকম ছিল। কারণ হিসেবে বলেন, ভাবছিলাম এখানে আমাকে কী ধরনের প্রশ্ন করা হবে। তখনই মনে হচ্ছিল, আমার যাত্রাটা কি একটু আলাদা, নাকি আমিই বিষয়টিকে এভাবে ভাবছি ? এরপর কঙ্গনা বলেন, জীবনে সবকিছুর জন্য এমনকী ছোটোখাট বিষয়েও লড়াই করতে হয়েছে তাঁকে। ১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে কঙ্গনা রানাওয়াত অভিনীত সিমরন।

Share this content:

Back to top button