বাংলাদেশরাজনীতিলিড নিউজ

জিয়াউর রহমানের নাম মুছে ফেলা সম্ভব নয়: ফখরুল

এবিএনএ : শুক্রবার বেলা সোয়া ১১টায়র দিকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেষে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদেও প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার সচেতনভাবে চেষ্টা করছে মুক্তিযুদ্ধের  মূলনায়ক,বিশেষ করে মুক্তিযুদ্ধে যিনি ঘোষণা দিয়েছেন,সেই জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলার জন্য। যেটা কোন দিনই সম্ভব হবে না। তার নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। এবং কোনো ষড়যন্ত্র তাকে বাংলাদেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না। সুতারং মাজার বলুন,পদক বলুন, অন্য কিছু বলুন তাদের হটকারি এ সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে না।
এসময় তার সঙ্গে ছিলেন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, মুক্তিযুদ্ধের প্রজন্ম এর সভাপতি শামা ওবায়েদ, কৃষক দলের শাহজাহান মিয়া স¤্রাট প্রমুখ।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হঠাৎ করে লুই আই কানের নকশা আনা এটা একটি নীল নকশা। এর মূল উদ্দেশ্যই হচ্ছে জিয়াউর রহমান মুছে ফেলা। কিন্তু তা সফল হবে না।
খালেদা জিয়ার মামলা ও বিচার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমানে যে সরকার রয়েছে-এটা একটি জনবিচ্ছিন্ন সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সত্যিকার অর্থে যারা জনগণের প্রতিনিধি যারা জনগণের প্রিয় নেতা তাদের কে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য বহুদিন ধরে নীল নকশা এঁকেছে। সেটা ওয়ান-ইলেভেন থেকেই শুরু হয়েছে।ওয়ান ইলেভেনে যেমন বিরাজনীতি করনের ষড়যন্ত্র হয়েছিলো-সেটাকে এ সরকার ধারন করে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে। এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করছে। দেশের জনগণ তাদের এ চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হবে কিনা জানতে চাইলে মির্জা ফখ রুল বলেন,আমরা কখনই মনে করেনি না এ নির্বাচন কমিশন দিয়ে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার উপযুক্ত, সে যোগ্যতাই তাদেও নেই। তারপরেও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা, জনগণকে সংগিিঠত করা এবং জনগণের কাছে পৌছানোর জন্য এ নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি। দেশে এখন গণতন্ত্র ভুলুন্ঠিত, নির্বাসিত বলে মন্তব্য করেন।

Share this content:

Related Articles

Back to top button