এবিএনএ : জিমেইলের ইনকামিং ই-মেইলে এখন থেকে ৫০ মেগাবাইট আকৃতির সংযুক্ত ফাইল সরাসরি ডাউনলোড করা যাবে। তবে জিমেইল থেকে ফাইল পাঠানোর ক্ষেত্রে সংযুক্তির ক্ষমতা ২৫ মেগাবাইট-ই থাকছে। আগে ফাইলের আকার ২৫ মেগাবাইটের বেশি হলে তা গুগল ড্রাইভে সেভ হতো এবং প্রাপকের কাছে লিঙ্ক শেয়ারের মাধ্যমে পৌঁছাত।তবে এখন থেকে জিমেইল গ্রাহকরা এখন অন্য ইমেইল থেকে পাঠানো ৫০ মেগাবাইটের ফাইল সরাসরি ডাউনলোড করতে পারবেন।
Share this content: