এবিএনএ : চলতি বছরের ৯ মাসে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ। মাথাপিছু আয় ১৪শ’ ৬৬ ডলার, যা টাকায় ১ লাখ ১৪ হাজার চারশ’ সাত। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীকে এ তথ্য অবহিত করেছে পরিকল্পনা কমিশন।
চলতি বছরে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ। নয় মাসেই এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জিডিপির এ প্রবৃদ্ধি কোনো নির্বাচিত সরকারের আমলে বাংলাদেশে এটাই সর্বোচ্চ। এর আগে ২০০৬-০৭ অর্থ বছরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল ৭.৬ শতাংশ। গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৩১৬ ডলার। ওই অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫১ শতাংশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক চলছে।