এবিএনএ : সেলেনা গোমেজকে জড়িয়ে জাস্টিন বিবারের প্রেম, বিরহ, বিচ্ছেদ কিংবা পুণর্মিলনের গুঞ্জন এবার শেষ হলো বোধহয়। কারণ জনপ্রিয় মডেল হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন বিবার। ৭ই জুলাই শনিবার বাহামার একটি রিসোর্টে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে হলিউডভিত্তিক বিনোদন ট্যাবলয়েড টিএমজেড সূত্রে। দু’জন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সেখানে প্রকাশিত প্রতিবেদন থেকে আরো জানা যায়, বাহামার রিসোর্টে যখন অভ্যাগতরা সালশা ছন্দে নাচছিলেন তখন বাগদান অনুষ্ঠানের কোনো ছবি যেন অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে না পড়ে সেজন্য ২৪ বছর বয়সী শিল্পীর নিরাপত্তায় নিয়োজিতরা সবার সেলফোন সরিয়ে রাখতে বলেন। এর পর সবার সামনেই সুপার মডেল ও টিভি সেলিব্রিটি হেইলি বল্ডউইনকে প্রস্তাব দেন বিবার। এদিকে পিপল সাময়িকীর একটি প্রতিবেদনে লেখা হয়েছে, এ সময় জাস্টিনকে দারুণ সুখী দেখাচ্ছিল। প্রসঙ্গত, বাগদানের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি জাস্টিন-হেইলি। তবে জাস্টিনের বাবা জেরেমি বিবার ইনস্টাগ্রামে ছেলের একটি স্থিরচিত্র শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। শেয়ার করা ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আনন্দিত।’