আইন ও আদালতজাতীয়বাংলাদেশলিড নিউজ

সাংবাদিকের ওপর হামলায় ফুটেজ দেখে ব্যবস্থা: র‍্যাব ডিজি

এবিএনএ : ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক মুস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সুমনকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন র‍্যাব ডিজি। বেনজির আহমেদ বলেন, মোহাম্মদপুর জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাদেকখান রোডে কাউন্সিলরদের সমর্থক গোষ্ঠীর হামলায় আহত হয়েছে সুমন। এমনটি শোনার পরই তাকে দেখতে আসি।

র‌্যাব প্রধান বলেন, ‘ক্রাইম রিপোর্টার এবং আমাদের একই রকম শঙ্কা থাকে। অনেক সময় হতাহতের ঘটনাও ঘটে। আমি তাকে দেখেছি এবং তার সঙ্গে কথা বলেছি। আল্লাহর রহমতে তিনি ভালো আছেন। তার মাথার সিটি স্ক্যান পরীক্ষা করা হয়েছে সেটির রিপোর্টও ভালো আছে। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।’

‘হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনার ভিডিও ফুটেজ যেহেতু আছে সেই ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’ এ সময় উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ সাংবাদিক নেতারা ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this content:

Related Articles

Back to top button