
এবিএনএ : বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. জাফর ইকবালের মাথায় ৪টি, পিঠের ওপরের অংশে একটি এবং বাম হাতে একটিসহ মোট ছয়টি আঘাত করা হয়েছে। আঘাতগুলো স্টীলের ধারালো অস্ত্রের মাধ্যমে করা হয়েছে। তাকে কয়েকদিন মেডিকেলে থাকতে হতে পারে। আজ রোববার সকাল ১১টার পর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা’র প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ড. জাফর ইকবালের চিকিৎসার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিকেল টিম সংবাদ সম্মেলনটির আয়োজন করে। ব্রিফ করেন কনসালট্যান্ট সার্জন জেনারেল মুন্সী মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি বলেন, ড. জাফর ইকবালের ক্ষতস্থানগুলো ওয়াস করে ব্যান্ডেজ করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। তিনি সজ্ঞান এবং সচেতন আছেন। তার চিকিৎসা চলছে। তবে তার চিকিৎসার সুবিধার জন্য কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না।
Share this content: