বাংলাদেশরাজনীতিলিড নিউজ

জাপার কাউন্সিল শুরু, দেখা নেই রওশনের

এবিএনএ : দলের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর প্রথমবারের মতো কাউন্সিল করছে জাতীয় পার্টি। নির্ধারিত সময় শনিবার সকাল দশটায় শুরু হয় ‘নিয়মরক্ষার’ কাউন্সিল। এখানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নতুন পদ সৃষ্টি করে এরশাদপত্নী রওশনকে দলের সর্বোচ্চ পদে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কিন্তু যাকে নিয়ে এত আয়োজন বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেখা মেলেনি তার।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পার্টির কাউন্সিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সামনে শুরু হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইইবি চত্বর থেকে মৎস্য ভবন, প্রেস ক্লাব, পশ্চিমে শাহবাগ পর্যন্ত বিভিন্ন রঙের ব্যানার ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন শৃঙ্খলার দায়িত্বে থাকা নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন তারা।

দলের নবম সম্মেলনে সভাপতিত্ব করছেন জাপার চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের। উপস্থিত আছেন দলের অন্যান্য শীর্ষ নেতারা। আগেই জানানো হয়েছে, জাতীয় কাউন্সিলে সর্বসম্মতভাবে দলের অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদকে দলের আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক এবং জিএম কাদেরকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত পাস করা হবে।

রওশন এরশাদ যতদিন বেঁচে থাকবেন দলের এই পদে এককভাবে অধিষ্ঠিত থাকবেন,তার মৃত্যুর পরে পদটি আর কেউ ব্যবহার করতে পারবে না, বিলুপ্ত হয়ে যাবে। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনিই হবেন দলের শীর্ষনেতা। দলের যেকোনো পাবলিক মিটিংয়ে চেয়ারম্যানের ওপরের মর্যাদা ভোগ করবেন তিনি। এছাড়া দলীয় পতাকা একমাত্র তার গাড়িতেই থাকবে। জাতীয় পার্টিতে এমন একটি নতুন পদ সৃষ্টি করে শুক্রবার গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।

Share this content:

Related Articles

Back to top button