এবিএনএ : জাপানের নতুন সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নারুহিতো সিংহাসনে বসার পর ট্রাম্পই প্রথম বিদেশি নেতা হিসেবে তার সঙ্গে দেখা করলেন।
চলতি বছর মে’র শুরুতে ক্ষমতা গ্রহণ করেন সম্রাট নারুহিতো। তার বাবা সম্রাট আকিহিতো ক্ষমতা ছেড়ে দেয়ার পর তিনি জাপানের সিংহাসনে বসেন। সম্রাট আকিহিতো ২০১৬ সালে বয়সের কারণে সঠিকভাবে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে সিংহাসন ছাড়ার আভাস দেন। দু’শ’ বছরের মধ্যে এটিই প্রথম জাপানের কোনো সম্রাটের নিজে থেকে দায়িত্ব ছেড়ে দেয়ার ঘটনা। ট্রাম্প বলেন, ‘প্রায় দু’শ’ বছর আগে এমনি কিছু ঘটেছিল। সুতরাং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা খুবই সম্মানজনক।’ এদিন ট্রাম্প দম্পতিকে জাপানের গার্ড অব অনার দেয়া হয়। ওড়ানো হয় জাপান এবং যুক্তরাষ্ট্রের পতাকা।
রাষ্ট্রীয় অতিথি হিসেবে জাপান সফরে আসা বিদেশি নেতাদের সম্মানে নৈশভোজ দেয়া এবং তাদের সঙ্গে সম্রাট দম্পতির সাক্ষাৎ করা জাপান সরকারের প্রচলিত এক নিয়ম। বর্তমান সফরে জাপানের সমাজ ও জীবনের নানা দিক ট্রাম্প দম্পতি উপভোগ করছেন। তবে বিশ্বজুড়ে জনপ্রিয় জাপানি খাবার এড়িয়ে যাচ্ছেন তারা। রোববার দুপুরে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে গলফ ক্লাবে মধ্যাহ্নভোজে বার্গার সরবরাহ করা হয়। টোকিওর রপ্পোঙ্গি এলাকার এক রেস্তরাঁয় নৈশভোজের মেন্যুতে ছিল মাখন মিশ্রিত ঝলসানো আলু, সালাদ, মুরগির মাংসের স্টেক, জাপানের ওয়াগিউ গোমাংসের স্টেক এবং ভ্যানিলা আইসক্রিম। সোমবারের রাতে সম্রাটের নৈশভোজে ছিল ফরাসি মেন্যু। সম্রাটের সঙ্গে সাক্ষাৎ পর্ব শেষে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দেন ট্রাম্প। আবেকে কিমের সঙ্গে বৈঠকে বসার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি আশা করছি উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো সুখবর আসবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০৫টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে জাপান। ট্রাম্প বলেন, টোকিও এসব যুদ্ধবিমান ক্রয় করলে জাপানে বৃহত্তম ফাইটার বিমানের বহর হবে।