
এ বি এন এ : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমাদের প্রতি অনেক অত্যাচার অবিচার হয়েছে। কিন্ত জাতীয় পার্টি শেষ হয়ে যায় নাই। আবার জেগে উঠেছে। জাতীয় পার্টি শক্তিশালী হয়েছে। জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা আমাদের পাশে থাকেন। ইনশাআল্লা জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় গিয়ে আপনাদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করবে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসি ঘাটে বর্ন্যাতদের মাঝে ত্রাণ বিতরণের আগে এক সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা ক্ষমতায় থাকার সময় ৮৭ ও ৮৮ তে যে বন্যা হয়েছে। এবারের বন্যা সেই রকম সর্বগ্রাসী নয়। কিন্তু আমরা না খেয়ে একটি মানুষকেও মরতে দেয়নি। আমি সরকারকে অনুরোধ করছি। আপানারও বন্যার্তদের পাশে দাঁড়াবেন।’
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আজ আমরা যেটুকু ত্রাণ নিয়ে এসেছি তা মানুষের তুলনায় অপ্রতুল, কিন্তু আপনাদের জন্য ভালবাসা নিয়ে এসেছি। দুঃখী মানুষের পাশে দাঁড়াতে এসেছি। সরকারকে সাহায্য করতে এসেছি।’
গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহল আমিন হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। পরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
Share this content: