
এ বি এন এ : প্যানেলে থাকা প্রার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শূন্য পদে নিয়োগ দিচ্ছে সরকার।
আগামী ১৫ জুনের মধ্যে প্যানেলভুক্তদের মেধাক্রম অনুযায়ী নিয়োগপত্র ইস্যু করে তাদের পদায়নকৃত বিদ্যালয়ে যোগদান নিশ্চিত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সোমবার চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
তবে প্যানেল শিক্ষক ঐক্যজোটের সভাপতি রবিউল ইসলাম বলছেন, সরকার যে পদ্ধতিতে প্যানেল শিক্ষকদের নিয়োগের কথা বলছে তাতে বড় জোর ৪ হাজার প্রার্থী নিয়োগ পাবেন, যেখানে প্যানেল থেকে নিয়োগের অপেক্ষায় আছেন প্রায় ২৩ হাজার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে প্যানেল তালিকা থেকে যারা নিয়োগ পাননি তাদের মূল আবেদনপত্র, নিয়োগ সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র যাচাই করে মেধাক্রম অনুযায়ী সদ্য জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দিতে অনুরোধ জানানো হয়েছে।
হাই কোর্টের রায়ের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ১৮ মে প্যানেল শিক্ষকদের রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে নিয়োগ দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয়।
২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ হাজার ৯৯৫টি রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন। ওইসব বেসরকারি বিদ্যালয়েই প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগের কথা ছিল। বেশিরভাগ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় তথ্য অধিদপ্তর মন্ত্রণালয়কে জানালে গত ২ জুন মন্ত্রণালয় জাতীয়করণ হওয়া বিদ্যালয়েই প্যানেলভুক্তদের নিয়োগের নির্দেশনা দেয়।
প্যানেল শিক্ষক ঐক্যজোটের সভাপতি রবিউল মঙ্গলবার বলেন, প্যানেলে থাকা প্রায় ২৩ হাজার প্রার্থী এখনও নিয়োগ পাননি। শুধু শূন্য পদে নিয়োগ দেয়া হলে বড়জোর ৪ হাজার প্রার্থী নিয়োগ পাবেন।
Share this content: