বাংলাদেশরাজনীতিলিড নিউজ

অবস্থা বুঝে ব্যবস্থা: জিএম কাদের

এবিএনএ: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাপা মহাজোটে থাকবে নাকি বিরোধী দলে যাবে তা অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। তবে আগামীকাল শপথ অনুষ্ঠানে জাপার নব-নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করবে ।
আজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নব-নির্বাচিত সংসদ সদস্যদের টানা তিন ঘণ্টার বৈঠক শেষে সংবাদ ব্রিফংয়ে তিনি এ কথা বলেন ।
কাদের বলেন, আমরা মহাজোটের সঙ্গে মিলেমিশেই নির্বাচন করেছি । এখন তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সামনে অগ্রসর হবে জাপা । মহাজোটের সাথে আলাপ আলোচনা করে, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে জাপা সিদ্ধান্ত নেবে, সংসদে বিরোধীদলে যাবে কি না।  আমরা মনে করি এখনও মহাজোটের অংশ হিসেবে আছি। মহাজোটের স্বার্থে যেটা করতে হবে, সেটাই করব৷  বৃহস্পতিবার  সাংসদদের শপথ গ্রহণের পর জাপার পার্লামেন্টারি কমিটির সদস্যরা আরেকটি সভায় বসবে। তারপর জাপার বিরোধী  দলে যাওয়া, মন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।।

Share this content:

Related Articles

Back to top button