আন্তর্জাতিকলিড নিউজ

গাজায় ব্যাপক বিক্ষোভ, গুলিতে ৩৭ ফিলিস্তিনি নিহত

এবিএনএ : ইসরায়েলের অধিকৃত জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ করছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। লাখো মানুষের বিক্ষোভে উত্তাল গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭০০ জন। খবর আল জাজিরার। সোমবার জেরুজালেমে মার্কিন কনস্যুলেট ভবনের ভেতরে ছোট পরিসরে অন্তর্বর্তীকালীন দূতাবাসের কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। দূতাবাসের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প এবং জামাতা জ্যারেড কুশনার।

পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার তেল আবিবের পরিবর্তে জেরুজালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম শুরু করা হয়েছে। এর বিপক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন ফিলিস্তিনিরা। এ ছাড়া ১৯৪৮ সালে ফিলিস্তিনের কাছ থেকে ওই অঞ্চল ইসরায়েল দখলে নেওয়ার পর থেকে ফিলিস্তিনিরা এটিকে ‘নাকবা’ (বিপর্যয় দিবস)  বা ‘গ্রেট মার্চ রিটার্ন মুভমেন্ট’  হিসেবে পালন করছেন। সেই সূত্রে লাখ লাখ মানুষ সীমান্তে ভিড় করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। নাকবার অংশ হিসেবে সোমবার সকাল থেকে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করলে ইসরায়েলি সেনাবাহিনীর স্নাইপাররা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ ছাড়া সীমান্তের বেশ কিছু পয়েন্টে ফিলিস্তিনিদের বিক্ষোভে সরাসরি গোলাবারুদ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৭ জন ফিলিস্তিনি।আহত হয়েছেন অন্তত ১৭০০ জন। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার দিনে ফিলিস্তিনিরা প্রতি বছরই বিক্ষোভ করে থাকে। এ বছর তার ঠিক একদিন আগে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের পদক্ষেপ নেওয়ায় ফিলিস্তিনিরা ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে আজকে বিক্ষোভে যে পরিমাণ মানুষ অংশ নিয়েছে, তা অকল্পনীয়।

Share this content:

Related Articles

Back to top button