আমেরিকাএক্সক্লুসিভ
যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে

এবিএনএ : যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। নিউইয়র্ক সময় রবিবার রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১টা বাজানো হয়েছে। অর্থাৎ এখন থেকে স্ট্যান্ডার্ড টাইমটেবল শুরু হল। এর ফলে ঢাকায় যখন বেলা ১২টা বাজবে, নিউইয়র্কে তখন রাত ১টা।
সূর্যের আলো কাজে লাগানোর জন্যে গত ১৩ মার্চ রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হয়েছিল ‘ডে লাইট সেভিঙ্গস টাইম’র আওতায়। স্ট্যান্ডার্ড টাইমটেবল অব্যাহত থাকবে ১২ মার্চ শনিবার দিবাগত রাত ২টা পর্যন্ত। ঘড়ির কাঁটা এগিয়ে ও পিছিয়ে নেয়ার জন্যে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে।
Share this content: