জাতিসংঘের পরবর্তী মহাসচিব পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী

এ বি এন এ : জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচিত হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসংঘের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার (০৫ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ভোট হওয়ার কথা রয়েছে।
৬৬ বছর বয়সী এই পর্তুগিজের প্রতি সমর্থন দিয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন বলেন, তিনি ‘পরিষ্কারভাবে’ বেশ জনপ্রিয়।
এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দফতরে (ইউএনএইচসিআর) ১০ বছর নেতৃত্ব দিয়েছেন গুতেরেস। তাকেই এ পদে উপযুক্ত বলে মনে করা হচ্ছে।
এদিকে নয়জন প্রার্থী জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার জন্য প্রার্থী হয়েছিলেন। এরমধ্যে নিউজিল্যান্ডের হেলেন ক্লার্ক ও বুলগেরিয়ার ইরিনা বোকোভা অন্যতম।
কিন্তু গোপন ভোটে এগিয়ে থাকেন গুতিরেস। তাই তিনিই হতে যাচ্ছেন পরবর্তী মহাসচিব। চলতি বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে।
Share this content: