এবিএনএ : মৃত্যুর সব জল্পনাকে মিথ্যা প্রমাণিত করে আবারও জনসম্মুখে হাজির হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। দেশকে কোভিড-১৯ ও ভয়ানক টাইফুন নিয়ে সতর্ক করতে মঙ্গলবার পলিট ব্যুরোর একটি আলোচনা সভায় দেখা গেছে তাকে। আলোচনায় সিগারেট টানতে-টানতে মি. কিম বলেন, ‘প্রাণঘাতী এই ভাইরাসকে আমাদের দেশ থেকে দূরে রাখতে রাষ্ট্রীয় উদ্যোগের কিছু ঘাটতি আছে।’
পুরো বিশ্ব যখন এই মহামারি ঠেকাতে ব্যস্ত, তখনও সরকারিভাবে করোনা আক্রান্ত কোনো রোগীর খবর পাওয়া যায়নি দেশটিতে। তবে ধারণা করা হচ্ছে, এই মহামারি খারাপ প্রভাব পড়তে যাচ্ছে দেশটিতে। যদিও পর্যবেক্ষকরা বলছেন, দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক। তবে পিয়ংইয়ং ভাষ্য, দক্ষিণ কোরিয়ায় কোনো করোনা আক্রান্ত রোগী নেই। অন্যদিকে, টাইফুন বেভি এই সপ্তাহের শেষের দিকে উত্তর কোরিয়ায় আঘাত হানতে পারে।