আন্তর্জাতিকলিড নিউজ

জলবায়ু সম্মেলন নিয়ে গ্রেটা বললেন ব্লা ব্লা ব্লা

গ্রেটা মনে করেন, এ সম্মেলনে বিশ্বনেতারা যতটা না কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে জোর দেন, তার চেয়ে বেশি ব্যবসায়িক স্বার্থ রক্ষায় মনোযোগ দেন। এ সম্মেলন মূলত দেশগুলোর জন্য দুই সপ্তাহের ব্যবসায়িক উদ্‌যাপন। বিশ্বের প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা গ্লাসগোতে কপ–২৬ জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। গত ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে ১২ নভেম্বর পর্যন্ত। প্রথম সপ্তাহের আলোচনার পর দেশগুলোর পক্ষ থেকে কয়লার ব্যবহার বন্ধ ও জীবাশ্ম জ্বালানিতে বিদেশি অনুদান বন্ধের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তবে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে বিজ্ঞানীরা যে বিপুল কার্বন কমানোর কথা বলে থাকেন, তা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে ব্যাপারে বিস্তারিত বলা হয়নি।

থুনবার্গ আক্ষেপ করে বলেন, ‘বিশ্বনেতারা বৈজ্ঞানিক হিসাব–নিকাশ উপেক্ষা করতে পারবেন না, আমাদেরও এড়িয়ে যেতে পারবে না। তাঁরা এভাবেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।’ বিক্ষোভে যোগ দেওয়া ১৮ বছর বয়সী ভ্যালেন্তিনা রুয়াস বলেন, ‘বিশ্বনেতারা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ নির্ধারণের জন্য সম্মেলন করছেন। কিন্তু এখনই আমরা জলবায়ু সংকটে রয়েছি। তাঁদের জলবায়ুনীতি যদি সত্যিই জলবায়ু রক্ষার জন্য না হয়, তাহলে তা মেনে নেব না।’

পরিবেশবাদীদের অভিযোগ, দূষণকারী ধনী দেশগুলো বরাবরই তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ। গতকাল পরিবেশ আন্দোলনকর্মী ভানেসা নাকাতে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে তাঁর মাতৃভূমি উগান্ডার মানুষ ভয়াবহ অবস্থার মধ্যে আছে। তিনি আরও বলেন, ‘মানুষ মারা যাচ্ছে, শিশুরা স্কুল থেকে ঝরে পড়ছে, খামার ধ্বংস হচ্ছে।’ শনিবার গ্লাসগোর রাস্তায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, এদিন ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেবেন।

Share this content:

Back to top button